গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে শুরু হওয়া রুশ আগ্রাসনের ফলে কিয়েভে চার শিশুসহ ৬০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কিয়েভের সিটি কাউন্সিলের বরাতে সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
কিয়েভ সিটি কাউন্সিল জানিয়েছেন, তিন সপ্তাহেরও বেশি আগে রাশিয়া হামলা শুরু করার পর থেকে শহরে চার শিশুসহ ৬০ জন বেসামরিক লোক মারা গেছে। শহরটিতে ১৬০ জনেরও বেশি ইউক্রেনীয় সামরিক কর্মী এবং যোদ্ধা মারা গেছে। ৮৮৯ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১৮ শিশুসহ ২৪১ জন বেসামরিক নাগরিক।
এছাড়াও কাউন্সিলের ফেসবুক পোস্টে বলা হয়, রাশিয়ার হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে ৩৬টি আবাসিক ভবন, ছয়টি স্কুল এবং চারটি কিন্ডারগার্টেন রয়েছে।