নতুন ডাটা সেন্টার ও পরীক্ষামূলক কার্যক্রমের জন্য মঙ্গলবার ও বুধবার বন্ধ থাকছে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। এই দুইদিন ই-পাসপোর্টের নতুন আবেদন জমা নেওয়া এবং পাসপোর্ট বিতরণ বন্ধ থাকবে।
সোমবার (১৪ মার্চ) ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) এ তথ্য জানিয়েছে দৈনিক সমকালের অনলাইন সংস্করণ।
ডিআইপির অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন) সেলিনা বানু বলেন, ১৫ ও ১৬ মার্চ (মঙ্গল ও বুধবার) অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আবেদনকারীদের ২০ মার্চ ও পরবর্তী কর্মদিবসে সেবা দেওয়া হবে।
ডিআইপি জানায়, ডিজাস্টার রিকভারি সাইটে (ডিআরএস) ওএটি এবং ফেইল ওভার টেস্ট সম্পাদনের কারণে মঙ্গলবার ও বুধবার সব বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে। তবে বৃহস্পতিবার থেকেই সেবা কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।
পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ঢাকার উত্তরার মতো যশোরেও তাদের একটি ডাটা সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানকার ডিজাস্টার রিকভারি সাইট পরীক্ষামূলক কার্যক্রমের জন্য দুইদিন সেবা কার্যক্রম বন্ধ থাকবে।