সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে চোর সন্দেহে পিটিয়ে বাংলাদেশি যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত জিনুক মিয়া (২৫) তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার ভোরে জিনুক মিয়া বড়ছড়া সীমান্ত এলাকার ম্যানেজার বাংলো দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। ভারতীয়রা তাকে চোর সন্দেহে পিটিয়ে জিরো পয়েন্টের ভাঙ্গারঘাট কোয়ারি নামক স্থানে ফেলে রেখে যায়। এরপর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে।
সুনামগঞ্জ (২৮ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মাহবুবুর রহমান জানান, “ওই যুবক ভারতের ভেতরে প্রবেশের পর সেখানকার স্থানীয়রা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর সীমান্ত এলাকা থেকে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। এ সময় পথেই মৃত্যু হয় তার।”
বিজিবি অধিনায়ক জানান, ওই যুবকের মৃত্যুর বিষয়টি তাদেরকে কেউ জানায়নি। নিয়মানুযায়ী বিজিবি এ ঘটনার জন্য বিএসএফ-এর কাছে প্রতিবাদ জানাবে বলে জানান তিনি।