বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতায় জায়েদ খান ও নিপুণ আক্তারকে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপিল বিভাগের চেম্বার আদালতের দেওয়া স্থিতাবস্থার (স্ট্যাটাসকো) আদেশ কঠোরভাবে মানতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
সোমবার (১৪ মার্চ) আদালতের আদেশ অমান্যের অভিযোগে নিপুণ আক্তারের বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।
আদালত অবমাননার আবেদনটি ৪ সপ্তাহের জন্য মুলতবি (স্ট্যান্ড অভার) রাখা হয়েছে। সর্বোচ্চ আদালত বলেন, এ সময়ের মধ্যে কেউ চাইলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করতে পারেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথী। আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
গত ৬ মার্চ সুপ্রিম কোর্ট চেম্বার বিচারক অভিনেতা জায়েদ খানের প্রার্থিতা বাতিলের ঘোষণা এবং অভিনেত্রী নিপুণ আক্তারকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করাকে “অবৈধ” বলে হাইকোর্টের দেওয়া রায়কে ৪ সপ্তাহের জন্য স্থগিত করেন। আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জায়েদ ও নিপুণকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল থাকার বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে নিপুণের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এ আদেশ দেন। ফলে আদালতের এ নির্দেশের কারণে জায়েদ কিংবা নিপুণের কারোরই সাধারণ সম্পাদকের চেয়ারে বসা হচ্ছে না।