সম্প্রতি মহড়া চলাকালে ভারতীয় সেনাবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়া চান্নু শহরে পড়েছে বলে জানা গেছে। “প্রযুক্তিগত ত্রুটি”র কারণে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মতো “দুর্ঘটনা” ঘটেছে বলে জানিয়েছে ভারত। শনিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এদিকে, এ ঘটনার জেরে “গভীর অনুশোচনা” প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে দুর্ঘটনায় কেউ নিহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে দেশটি।
বিবিসি জানিয়েছে, বুধবার পাকিস্তানের মিয়া চান্নু শহরে একটি “ক্ষেপণাস্ত্র” ধ্বংস হয়েছে, এজন্য যাত্রীবাহী বিমানের চলাচল ব্যাহত হয় বলেও দাবি করে দেশটি।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ৯ মার্চ নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে দুর্ঘটনাবশত একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটে। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত এবং এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের আদেশ দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।