হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিলেট আরেকটি বাস এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা দেয়। এ ত্রিমুর্খী সংঘর্ষে ঘটনাস্থলে দুই পুরুষ ব্যক্তি মারা যান। হাসপাতাল গিয়ে মারা যান আরও দুইজন।
প্রত্যক্ষদশীরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদেরক উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা প্রায় ৪০ মিনিট সড়ক অবরোধ করে রাখে।
ওসি অজয় চন্দ্র দেব ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রজব আলীসহ সংশ্লিষ্টদের অনুরোধে জনতা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।