বিশিষ্ট চিত্রশিল্পী, ভাস্কর, বীর মুক্তিযোদ্ধা চিত্ত হালদার এর স্মরণে ইতিহাস বিষয়ক সেমিনার সাহিত্য আলোচনা ও কবি সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে শুক্রবার (১১ মার্চ) ঢাকার বাংলাদেশ শিশু কল্যান পরিষদের অডিটোরিয়ামে স্মরণ সভা, ইতিহাস বিষয়ক সেমিনার সাহিত্য আলোচনা ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি ডা. মুআআ মুক্তাদীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, গবেষক ড.কাজী মোজাম্মেল হোসেন, মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক, প্রাবন্ধিক ও প্রযুক্তি গবেষক সিরাজুল করিম, চিত্ত হালদারের কন্যা বিশিষ্ট কবি, সাংবাদিক, মানবাধিকার কর্মী নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা সংবাদ মাধ্যম সামিয়কী’র প্রধান সম্পাদক ভায়লেট হালদার, ভারতের বিশিষ্ট কবি, সাংবাদিক মানবাধিকার কর্মী সাময়িকী’র সাহিত্য সম্পাদক লিটন রাকিব, সাময়িকী’র মাল্টিমিডিয়া সম্পাদক টিএম মিলজার হোসেন, লেখক শেখ আব্দুল চাষি, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য বিশিষ্ট সাংবাদিক মাহমুদ হাফিজ, লেখক সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক রোকসানা জামান শাম্মি, লেখক রাজনীতিবিদ তসলিম বিন জারাফ সহ প্রমুখ।
বক্তারা বলেন, চিত্রশিল্পী,ভাস্কর, বীর মুক্তিযোদ্ধা চিত্র হালদার তাঁর কর্মের জন্য যুগ যুগ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, সমাজে, রাষ্ট্রে। চিত্র হালদারের কর্মগুন আমাদের তরুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
এছাড়াও চিত্রশিল্পী, ভাস্কর, বীর মুক্তিযোদ্ধা চিত্র হালদার এর স্বরণে ইতিহাস বিষয়ক সেমিনার সাহিত্য আলোচনা ও কবি সম্মেলনে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগ জার্মান শাখার সভানেত্রী রোকেয়া সুলতানা কাজল, মৎস অধিদপ্তরের সাবেক পরিচালক সিরাজ উদ্দিন, বরিশালের সম্মিলিত নাগরিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, এ্যাডভোকেট নিজামুল হক নিজাম, লেখক কামরুল হাসনাতসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।