যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টার সময় প্রায় তিনশ’ শরণার্থী ইউক্রেনীয়কে ফিরিয়ে দিয়েছে দেশটি। বিবিসি এক প্রতিবদনে জানিয়েছে, রুশ হামলার কারণে ইউক্রেন ছেড়ে যাওয়া অনেক শরণার্থী ফ্রান্সের ক্যালে বন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করে। হামলা শুরুর পর থেকে ৫৮৯ জন ইউক্রেনীয় এই সীমান্তে যান বলে জানা গেছে। এদের মধ্য থেকে ২৮৬ জনকে ঢুকতে দেওয়া হয়নি যুক্তরাজ্যে।
এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন বলেছেন, “ব্রিটেন খুবই ‘আন্তরিক দেশ’ কিন্তু কারা প্রবেশ করার চেষ্টা করছে, তাদের যাচাইবাছাই করে দেখতে চাই।”
এদিকে, রুশ হামলায় এ পর্যন্ত প্রায় ১৫ লাখ মানুষ দেশটি ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
প্রায় ৪ কোটি ৪০ লাখ জনসংখ্যার এ দেশটিতে রুশ সামরিক অভিযানের কারণে প্রায় ৫০ লাখ মানুষকে বাস্তুচ্যুত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার “ইউএনএইচসিআর”।
এর আগে, শনিবার (৫ মার্চ) ইউএনএইচসিআর জানায়, ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের অর্ধেকই প্রতিবেশী পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। দেশটিতে ৬ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে ওই সেসময় জানায় জাতিসংঘের ওই সংস্থাটি।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, হাঙ্গেরি ও ইউরোপের অন্যান্য দেশ ছাড়াও এবং প্রতিবেশী মলদোভা, স্লোভাকিয়া, রোমানিয়ায় বিপুল শরণার্থী আশ্রয় নিয়েছে।