ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটদানে বিরত থাকায় বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে লিথুয়ানিয়া। এ তথ্য জানিয়েছেন লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র রাসা জাকিলাইটিয়েন।
বৃহস্পতিবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লিথুয়ানিয়ান ন্যাশনাল রেডিও এবং টেলিভিশন।
প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে বাংলাদেশকে ৪ লাখ ৪৪ হাজার ৬০০ ডোজ ফাইজারের টিকা পাঠানোর সিদ্ধান্ত নেয় লিথুয়ানিয়ার সরকার।
প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলাকে নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। দুইদিন টানা বিতর্কের পর এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
জাতিসংঘের সদস্য ১৯৩টি রাষ্ট্রের মধ্যে ১৪১টি রাষ্ট্র নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এছাড়া বিপক্ষে ভোট দেয় পাঁচটি দেশ এবং ভোট দেওয়া থেকে বিরত ছিল ৩৫টি দেশ।
এই প্রস্তাবের পক্ষে বাংলাদেশ বাদে ভোট দেয়নি এমন দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে– ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, ইরাক, ইরান, কিউবা এবং দক্ষিণ আফ্রিকা।
নিন্দা প্রস্তাবের বিপক্ষে যে পাঁচটি দেশ ভোট দিয়েছে তারা হলো–বেলারুশ, উত্তর কোরিয়া, সিরিয়া, ইরিত্রিয়া এবং রাশিয়া।
রবিবার ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের ভোটদানে বিরত থাকাকে “শান্তির পক্ষে অবস্থান” বলে মন্তব্য করেন। তিনি বলেন, বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের প্রস্তাবটি যুদ্ধ থামানোর জন্য ছিল না, বরং কাউকে দোষারোপ করার জন্য ছিল। এ কারণে বাংলাদেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল।