বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বৈধতা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদ নিয়ে সৃষ্ট জটিলতায় জায়েদ খান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তারের জন্যেও এই পদে দায়িত্ব পালনের উপর স্থিতাবস্থা জারি করেছেন।
ফলে সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না দুজনের কেউই। আবেদনটি ৪ এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে সোমবার (৭ মার্চ) এফডিসিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন করেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি জায়েদ খানের শপথ অবৈধ দাবি করে এ পদ নিয়েও কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, ‘যেহেতু সাধারণ সম্পাদক পদে স্থিতিবস্থা রয়েছে তাই এ পদের যে কার্যক্রম তা চালিয়ে নেবেন সাইমন সাদিক। তিনি আমাদের নির্বাচিত সহ সাধারণ সম্পাদক। সংবিধান অনুযায়ী সাধারণ সম্পাদকের অবর্তমানে সাইমন সাদিক ভারপ্রাপ্ত হিসেবে কাজ করবেন।’
এ সম্পর্কে সাইমন বলেন, ‘এখনও দায়িত্ব তো পাইনি। দায়িত্ব আসুক তখন এ নিয়ে কথা বলা যাবে।’
এদিকে আজ সংবাদ সম্মেলনে জায়েদ খান কোর্টের ‘ভুয়া কাগজ’ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন বলেও দাবি করেন ইলিয়াস কাঞ্চন।