ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে গুলি চালিয়ে চার সহকর্মীকে হত্যা করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জওয়ান। এই ঘটনায় গুলি চালানো সেই জওয়ানের লাশ উদ্ধারের খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে তিনি নিজে আত্মহত্যা করেছেন নাকি অন্য কেউ তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
পাকিস্তানের সঙ্গে থাকা সীমান্ত ক্রসিং থেকে ২০ কিলোমিটার দূরে খাসা এলাকায় রবিবার সকাল ৯.৩০ থেকে ৯.৪৫ এর মধ্যে বিএসএফ জওয়ানদের এক মেসে এ ঘটনা ঘটে। নিজেদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে কনস্টেবল পদমর্যাদার এক সদস্য বাকি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বলে জানিয়েছে ভারতের কয়েকটি সংবাদমাধ্যম।
বিএসএফ কর্মকর্তাদের বরাতে এনডিটিভি বলছে, ঘটনা জানার পর বাহিনীর সিনিয়র কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গেছেন। ঘটনার তদন্তে বিএসএফের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে।