ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ায় কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাপী লেনদেনের অন্যতম দুই মাধ্যম ভিসা ও মাস্টারকার্ড।
শনিবার (৫ মার্চ) ভিসা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে তারা রাশিয়ায় সবরকমের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে। অন্য দেশ বা কোম্পানির ইস্যু করা কার্ড রাশিয়াতেও ব্যবহার করা যাবে না।
ভিসার পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ায় কিংবা বিশ্বের অন্য কোনো দেশে ইস্যু করা ভিসা কার্ড, কোনো কাজ করবে না দেশটিতে। আগামী কয়েকদিনের ভেতরই সব কার্যক্রম বন্ধ করে দেবে তারা।
রয়টার্স এক প্রতিবেদনে ভিসার প্রধান নির্বাহী কর্মকর্তা এল কেলির বরাতে জানিয়েছে, ইউক্রেনের ওপর রুশ আগ্রাসনের কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, ভিসার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন।
এর আগে, সবশেষ সোমবার ইউক্রেনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এবং দেশটির প্রেসিডেন্ট ভোলোডেইমর জেলেনস্কি, রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ডের লেনদেন বন্ধ করে দেওয়ার আহ্বান জানান।