রাজবাড়ীর কালুখালী উপজেলায় টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আলহাজ্ব হোসেন মণ্ডল (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আলহাজ্ব হোসেন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুচিদাহ এলাকার রেজাউল মণ্ডলের ছেলে।
বুধবার (২ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কালিকাপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ের কালুখালী স্টেশন মাস্টার নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনাভাইরাসের টিকা নিয়ে ফেরার পথে কয়েকজন বন্ধুর সঙ্গে কালিকাপুর রেল ব্রিজে ঘুরতে যায় আলহাজ্ব। পরে বন্ধুদের সঙ্গে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের জন্য ভিডিও ধারণ করতে থাকে সে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।
এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সঙ্গে থাকা বন্ধুরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।