রাশিয়ার সামরিক বাহিনী কিয়েভের টেলিভিশন টাওয়ারে হামলা করেছে। হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। দিনের আলোতেই সম্প্রচার টাওয়ারের পাশে এই বোমা হামলা চালায় রুশ সেনারা। নিহতরা সামরিক নাকি বেসামরিক তা নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেনের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। এদিকে হামলার পর থেকে টেলিভিশনটির সম্প্রচার বন্ধ রয়েছে।
বিবিসি জানায়, ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন। তবে ৩৮০ মিটার (১২৫০ ফুট) উচ্চতার টিভি টাওয়ারটি এখনও দাঁড়িয়ে আছে।
জানা গেছে একই সময় হামলা চালানো হয়েছে বেবিন ইয়ার হলোকাস্ট স্মৃতিসৌধে যা, কিয়েভ টেলিভিশন টাওয়ারের পাশে অবস্থিত। ইউক্রেনের রাষ্ট্রপতির অফিসের প্রধান আন্দ্রি ইয়ারমাক দাবি করছেন, এটি বিমান হামলা ছিল।