ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাশিয়ান বাহিনীর রকেট হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন হেরাশচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, “ধ্বংসস্তূপ পরিষ্কার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ক্ষতিগ্রস্ত ও হতাহতের সংখ্যা আরও বাড়বে।”
রাশিয়ান সীমান্তবর্তী রুশভাষী শহরটির জনসংখ্যা প্রায় ১৪ লাখ। গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণের নির্দেশ দিলে রুশ বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয় খারকিভ।
এর আগে, খারকিভের উত্তরে অবস্থিত সুমি অঞ্চলের এক কর্মকর্তা বলেছিলেন, এই অঞ্চলে একটি সামরিক স্থাপনায় রাশিয়ার গোলাবর্ষণে প্রায় ৭০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
“অনেক সৈন্য মারা গেছেন। বর্তমানে, প্রায় ৭০ জন মৃত ইউক্রেনীয় সৈন্যের জন্য কবরস্থানে জায়গা প্রস্তুত করা হচ্ছে,” ওখতিরকা শহরে হামলার পর সুমি অঞ্চলের প্রধান দিমিত্রো ঝাইভিটস্কি এক টেলিগ্রাম বার্তায় জানান।
তিনি পুড়ে যাওয়া ভবনের ও উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ খনন করার ছবিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইউক্রেনের সামরিক বাহিনী অবশ্য নিহতের বিষয়টি নিশ্চিত করেনি।
অন্যদিকে, আবাসিক এলাকায় রকেট অবতরণ সত্ত্বেও রাশিয়া বেসামরিক এলাকায় হামলার কথা অস্বীকার করেছে। যদিও ইউক্রেন বলছে, গত সপ্তাহে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৩৫০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।