টয়োটা সরবরাহকারীদের উপর সন্দেহজনক আক্রমণের কারণে কোম্পানিটি একদিনের জন্য অভ্যন্তরীণ সব উৎপাদন বন্ধ করে দিয়েছে।
প্লাস্টিক এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি সরবরাহকারীদের সাইবার হামলার শিকার হওয়ার পর মঙ্গলবার (১ মার্চ) দেশীয় উৎপাদন স্থগিত করার কথা জানিয়েছে টয়োটা। উৎপাদন একদিন বন্ধ থাকায় প্রায় ১৩ হাজার গাড়ি কম তৈরি হবে।
সাইবার হামলার বিস্তারিত কারণ জানানো না হলেও টয়োটা মুখপাত্র এটাকে সিস্টেমের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। তবে উৎপাদন এক দিনের বেশি বন্ধ থাকবে কি না জানানো হয়নি।
সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়ান ব্যাঙ্কগুলোকে সরানো এবং ইউক্রেনে জরুরি সহায়তার জন্য জাপানের ১০ কোটি ডলার দেওয়ার ঘোষণার একদিন পরে এই ঘটনাটি ঘটলো।
সাইবার হামলায় রাশিয়া জড়িত কি না তা তদন্ত করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, “যাচাই করার আগে রাশিয়ার সঙ্গে সাইবার হামলার কোনো সম্পর্ক আছে কি না তা বলা কঠিন।”
এর আগে কানাডার বিক্ষোভকারী ট্রাকচালকেরা আমেরিকায় যাওয়ার মূল রাস্তা অবরোধ করায় গাড়ি প্রস্ততকারক কোম্পানি টয়োটা আমেরিকায় উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছিল।