ইউক্রেনে রুশ হামলা বন্ধ নিয়ে আলোচনা শুরু হলেও যুদ্ধ থেমে নেই। বরং স্যাটেলাইট চিত্রে রাজধানী কিয়েভের পথে রাশিয়ার ৪০ কিলোমিটার দীর্ঘ এক সেনা বহর দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে শত শত ট্যাংক ও কামান।
সোমবার বিকেলে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা বেলারুশের এক সীমান্ত শহরে আলোচনায় বসেন।
তাদের আলোচনা বিষয়ে বিশদ জানানো হয়নি। শুধু বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে আবার সংলাপে বসবে দুই পক্ষ। আলোচনা চলার সময়ও কিয়েভ ও খারকিভ শহরে যুদ্ধ তৎপরতা চলছিল। এর মধ্যে রবিবার দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রকেট হামলায় বেশ কিছুসংখ্যক বেসামরিক লোকের প্রাণহানি হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলার কথা বিবেচনা করা হচ্ছে।
রাজধানী কিয়েভের মানুষ দুইদিনের কারফিউ শেষ হওয়ার পর কেনাকাটাসহ বিভিন্ন কাজে বাইরে বের হয়। তবে রাতেই আবার গোলা এসে পড়তে থাকায় তাদের আবার পাতাল রেলস্টেশনসহ ভূগর্ভস্থ আশ্রয়ে ছুটতে হয়। সূত্র: বিবিসি।