ইউক্রেনের সংকটময় পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে ফোনালাপ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আলোচনা হবে। হোয়াইট হাউজের বরাতে এমন খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
হোয়াইট হাউজ জানিয়েছে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে করণীয় এবং মিত্রদের সমন্বিত প্রতিক্রিয়া নিয়েই আলোচনা। এ বিষয়ে বিস্তারিত জানায়নি বাইডেন প্রশাসন।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের পঞ্চম দিন চলছে। দুই দেশের বাহিনীর মধ্যে লড়াই অব্যাহত। মস্কোর এমন পদক্ষেপে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়াও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো।
এদিকে ইউক্রেন ইস্যুতে বিরল এক বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদের ডাকে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ সোমবার জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে। আগ্রাসন শুরু করায় রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবে এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।