প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশকে “বিপজ্জনক” এবং দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে স্টলটেনবার্গ বলেন, “তার (ভ্লাদিমির পুতিন) এমন আচরণ বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন। ইউক্রেনের মাটিতে তারা যা করছেন, পুতিনের এই বাগাড়ম্বর সামগ্রিক পরিস্থিতিকে আরও উত্তেজনাকর করে তুলবে।”
এর আগে রবিবার এক টেলিভিশন ভাষণে পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন পুতিন। তিনি বলেন, “পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা সেনাবাহিনীর দলকে যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।”
টেলিভিশন ভাষণে পুতিন বলেন, “আমাদের বিরুদ্ধে অবৈধ সব নিষেধাজ্ঞার ব্যাপারে আপনারা সবাই অবগত আছেন। পশ্চিমা দেশগুলো আমাদের দেশের বিরুদ্ধে শুধু বৈরীতাপূর্ণ ব্যবস্থাই নিচ্ছে না, বরং নেতৃস্থানীয় ন্যাটো দেশগুলোর শীর্ষ কর্মকর্তারা আক্রমণাত্মক বিবৃতিও দিচ্ছেন।”
এদিকে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত থমাস গ্রিনফিল্ড বলেছেন, “প্রেসিডেন্ট পুতিন যুদ্ধকে যেভাবে বাড়িয়ে চলেছেন তা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। তার পদক্ষেপগুলোকে আমাদেরকে সম্ভাব্য শক্তিশালী উপায়ে আটকাতে হবে।”