গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া রুশ হামলায় অন্তত ৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির নিজস্ব উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা জানিয়েছে। তবে ইউক্রেনের দাবি নিহত বেসামরিক নাগরিরেকর সংখ্যা ১৯৮ জন। জাতিসংঘের বরাত দিয়ে এ তথ্যটি জানিয়েছে আল জাজিরা।
বৃহস্পতিবার রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর গত দুই দিনে অন্তত ২৪০ জন বেসামরিক মানুষ আহত হয়েছে।
রাশিয়ার সেনারা উত্তর, পূর্ব ও দক্ষিণে হামলা চলমান রেখেছে। ওই সব অঞ্চলের বহু বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। এ কারণে হাজারো মানুষ পানি, বিদ্যুৎসহ অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এ ছাড়া, রুশ আক্রমণ থেকে প্রাণে বাঁচতে লাখো মানুষ দেশত্যাগ করেছে। বর্তমানে তারা প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছে।