ইউক্রেনে হামলার পর রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ খেলার কথা ছিল পোল্যান্ড-রাশিয়ার। কিন্তু চলমান যুদ্ধপরিস্থিতির বিরুদ্ধে অবস্থান নিতে রাশিয়ার বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড।
২৪ মার্চের ওই ম্যাচ খেলার কথা মস্কোয়। প্লে-সেমিফাইনালে যে দল জিতবে তারা ২৯ মার্চ ফাইনালে সুইডেন বা চেক রিপাবলিকের মুখোমুখি হবে।
পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সেজারি কুলেসজা টুইট করে এভাবেই বলেছেন, ‘আর কথা নয়, এখন পদক্ষেপ নেওয়ার পালা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় পোলিশ জাতীয় দল প্লে-অফে রাশিয়ার বিরুদ্ধে খেলবে না।’ পোল্যান্ডের ওই কর্মকর্তার মতে এটাই সঠিক সিদ্ধান্ত, ‘এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত।
ফিফায় একটি সাধারণ অবস্থান তুলে ধরার জন্য আমরা সুইডিশ ও চেক রিপাবলিক ফেডারেশনের সঙ্গে আলোচনা করছি।’পোলিশ স্ট্রাইকার রবের্ত লেভানদোভস্কিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। যখন নাকি ইউক্রেনে সশস্ত্র আগ্রাসন চলমান, তখন রাশিয়া জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলার কথা কল্পনাও করতে পারি না। রাশিয়ান ফুটবলার এবং ভক্তরা এরজন্য দায়ী নয়, কিন্তু কিছুই ঘটছে না এমন ভানও করতে পারি না।’