নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে ১০ জনের নামের তালিকা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে দশজনের নাম সম্বলিত একটি সুপারিশনামা পেশ করা হয়।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, “রাষ্ট্রপতি এখন নামগুলো পর্যালোচনা করবেন এবং প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দিতে সেখান থেকে পাঁচজনকে বেছে নেবেন।”
প্রতিটি পদের জন্য দুটি নামের প্রস্তাব করা হয়েছে। নির্বাচিত নামগুলো শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এ সময় অনুসন্ধান কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক উপস্থিত ছিলেন।
এসময় রাষ্ট্রপতি অনুসন্ধান কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানান।
অনুসন্ধান কমিটির সদস্যগণ তাদের কার্যক্রমে সাচিবিক সহায়তাসহ সার্বিক সহায়তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।