গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ তথ্য জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান।
তিনি বলেন, “গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এদের কেউই বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থী নন। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
গ্রেপ্তার তিনজনের ভেতর দুইজনের নাম জানা গেছে। তারা হচ্ছে, অন্তর (২১), জীবন (২০)। তবে গ্রেপ্তার অপর একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।
সকাল সাড়ে ৬টার দিকে ধর্ষকদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে যানবাহন চলাচল বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
জানা গেছে, বুধবার রাতে বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ থেকে ফিরছিলেন গণধর্ষণের শিকার ওই শিক্ষার্থী। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে নেওয়া হয় তাদের দুজনকে। পরবর্তীতে ৭/৮ জন মিলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় তাদের। পরে ওই শিক্ষার্থীর সহপাঠীকে মারধর করে এবং তাকে গণধর্ষণ করে।