রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ জানিয়েছে, মঙ্গলবারই এসব নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। পূর্ব ইউক্রেনের দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মস্কোর ‘সিদ্ধান্ত এবং পদক্ষেপের’ প্রতিক্রিয়া দেখাতে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।
হোয়াইট হাউজের এক মুখপাত্র বলেন, ‘আমরা ওই ঘোষণা (নিষেধাজ্ঞা) নিয়ে মিত্র এবং সহযোগীদের সমন্বয় করছি।’
সোমবার ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুই অঞ্চলকে রাশিয়া স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুত প্রাথমিক পদক্ষেপ নেন। ইউক্রেনের ওই অঞ্চলে মার্কিন নাগরিকদের নতুন বিনিয়োগ, বাণিজ্য এবং অর্থায়ন নিষিদ্ধ করার ঘোষণা দেন তিনি।
উল্লেখ্য, সদ্য রাশিয়ার স্বীকৃতি পাওয়া দুই স্বাধীন দেশ লুহানস্ক এবং ডোনেস্ক এর সঙ্গে আগে থেকেই বেশ কিছু মার্কিন নাগরিকের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।