দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়া ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘পরিকল্পনার বাস্তবায়ন এরই মধ্যে এক রকম শুরুও হয়ে গেছে।’ ‘‘এতে যে কেবল মানুষের জীবনই খরচ হবে, তা সকলের বোধা দরকার।’’
জার্মানির মিউনিখে অনুষ্ঠিত বার্ষিক এক সম্মেলনে বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন। সেখানেই বিবিসিকে বরিস আরো বলেন,‘বলতে ভয় পাচ্চি যে, যে পরিকল্পনাটি আমরা দেখছি, তাতে মাত্রাগত দিক থেকে এটি ১৯৪৫ সালের পর ইউরোপে সবচেয়ে বড় যুদ্ধ হতে পারে।’
ইউক্রেনের সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। এরই মধ্যে প্রতিবেশী বেলারুশকে সঙ্গে নিয়ে সামরিক মহড়াও করেছে দেশটি।
গত শুক্রবার ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা ইউক্রেনে গোলাবর্ষণ করে। এ ঘটনায় ইউক্রেনের একজন সেনা নিহত হয়েছে।
ইউক্রেনের অভিযোগ, সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা রাশিয়ার ইন্ধনে হামলা করছে। কারণ ইউক্রেন পাল্টা আক্রমণ করলে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করতে পারবে।
যদিও রাশিয়ার দাবি, এটি ইউক্রেনের ‘অভ্যন্তরীণ’ ঘটনা। এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।