শেরপুরের ফের ঝিনাইগাতী সীমান্ত এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী আঠার ঝুড়া নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে বন বিভাগ। গত চার মাসে জেলায় এ নিয়ে তিনটি বন্যহাতির মরদেহ পাওয়া গেল।
ঝিনাইগাতী বন বিভাগের কর্মকর্তা কামরুল ইসলাম আকন্দ জানান, হাতিটির বয়স ১০-১১ বছর। তিনি জানান, স্থানীয়রা শনিবার সকালে হালছাটিগ্রামে হাতির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়।
কামরুল ইসলাম আকন্দ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতিটি স্বাভাবিকভাবেই মারা গেছে। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।”
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে জেলায় আরও দুটি বন্যহাতির মৃতদেহ পাওয়া যায়।