হন্ডুরোসের সাবেক প্রেসিডেন্ট জোয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আল জাজিরা জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট জোয়ানকে গ্রেপ্তার করা হয়।
আদালত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারপরই পুলিশ তার বাড়ি ঘিরে ফেলে। পরে হাতে হ্যানডকাফ পরা অবস্থায় তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের পূর্বে আত্মগোপন ঠেকাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট একটি তালিকা প্রকাশ করে। এ তালিকার সবাই দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তাদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সে তালিকায় হন্ডুরাসের প্রেসিডেন্টও রয়েছেন।
২০১৪ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ক্ষমতায় ছিলেন হার্নান্দেজ। তার বিরুদ্ধে মাদক পাচারকারী চক্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তিনি মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন।
দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের ক্ষেত্রে প্রধান ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় হন্ডুরাস। সম্প্রতি, দেশটিতে কোকেন উৎপাদনের তথ্যও পাওয়া গেছে।
তার ছোট ভাই টর্নি হার্নান্দেজও মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। গত বছর যুক্তরাষ্ট্রের একটি আদালত টর্নি হার্নান্দেজকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল।
প্রেসিডেন্টের দাবি ক্ষমতায় থাকাকালে তিনি মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে।