তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার বাংলাদেশে এসেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। সফরে আসে দুই দিন পর আজ (সোববার) নিজেদের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে আফগানরা দুই সিরিজের দল দিলেও আজ শুধুমাত্র ওয়ানডে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের দলে একাধিক চমক রেখেছে বিসিবি।
ঘোষিত দলে নতুন মুখ মাহমুদুল হাসান জয়, নাসুম আহমেদ ও ইবাদত হোসেন। তারা এর আগে আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পেলেও এর আগে কখনোই ওয়ানডে দলে ডাক পাননি। এছাড়াও দলে ফিরেছেন ইয়াসির আলি রাব্বি ও নাজমুল হোসেন শান্ত। আগের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন।
ওয়ানডে সুপার লিগের অংশ এই তিন ওয়ানডে। আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। চট্টগ্রামে বাকি দুটি ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি।
এক নজরে ওয়ানডে সিরিজের দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোঃ মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়।