করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণরোধে ভ্যাকসিনের আলাদা বুস্টার ডোজের প্রয়োজন হবে না। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের সেলুলার ইমিউনোলজি বিভাগের এক গবেষণা থেকে এ তথ্যে উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে, বানরের শরীরে মডার্নার তৈরি বুস্টার ডোজ দেওয়ার পর যে ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা (ইমিউনিটি) দেখা গেছে সেই একই ধরনের রোগ প্রতিরোধব্যবস্থা করোনাভাইরাসের প্রথম বা দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরেও দেখা গেছে।
অর্থাৎ বুস্টার ডোজের মতোই প্রতিরোধব্যবস্থা সাধারণ টিকাও দিচ্ছে। ফলে আলাদা করে বুস্টার নেওয়ার প্রয়োজন মনে করছেন না প্রধান গবেষক প্রধান রবার্ট সেডার।
সেডার বলেন, “ওমিক্রনের জন্য কোনো আলাদা টিকার প্রয়োজন নেই। ওমিক্রন থেকে পরিবর্তিত হয়ে নতুন কোনো মারাত্মক ধরন তৈরি হলে তখন টিকায় পরিবর্তন আনতে হবে।“