আফগানিস্তানে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটের (বাংলাদেশ সময় সকাল ১০টা ১৫ মিনিট) দিকে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ভারতের দিল্লি এবং জম্মু-কাশ্মিরেও অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৫.৭ মাত্রার ভূমিকম্পটির গভীরতা ছিল ২০৯.১ কিলোমিটার।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইটে ভূমিকম্পের তথ্য দিয়েছে। সেখানেও রিখটার স্কেলে ৫.৭ মাত্রা রেকর্ড করার কথা বলা হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।