মাঠে প্রকাশ্যে ধুমপান করায় মিনিস্টার গ্রুপ ঢাকার আফগান ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে তিরস্কার করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। পাশাপাশি তার নামের পাশে একটি ডি মেরিট পয়েন্টও যোগ হয়েছে। এবং ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে।
মাঠে ধুমপান করার ঘটনা ঘটেছে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ ছিল মিনিস্টার গ্রুপ ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ানস-এর। হাই ভোল্টেজ ম্যাচটি বৃষ্টির কারণে শুরু হতে বিলম্ব হচ্ছিল। গুড়ি গুড়ি বৃষ্টি থামলে এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়রাই ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন। এ সময় দেখা যায় মোহাম্মদ শাহজাদ স্বদেশি দুই ক্রিকেটার করিসম জানাত ও ফজল হক ফারুকীর সঙ্গে গল্প করছিলেন। গল্প করার ফাঁকেই তিনি পকেট থেকে ই-সিগারেট বের করে ধুমপান করছেন। তার এমন কান্ডে অনেকেই অবাক হয়ে যান। বিষয়টি ক্রিকেটীয় আইনে পরিপন্থী। সঙ্গে সঙ্গে দলের কোচ মিজানুর রহমান বাবুল ও তামিম ইকবাল তাকে ধুমপান করতে নিষেধ করে ড্রেসিং রুমে ফেরত পাঠান। কিন্তু ক্ষনিকের ঘটনা মুহুর্তেই অনেকের ক্যামেরাবন্দি হয়ে যায়। ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মোহাম্মদ শাহজাদকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেও বিষয়টি বেশ গুরুত্ব সহকারে নেয় বিসিবি। মাঠে এমন প্রকাশ্যে ধুমপান করা বিসিবির কোড অব কন্ডাক্টের ২.২০ ধারা ভঙ্গের শামিল। ম্যাচ রেফারির অভিযোগ শাহজাদ স্বীকার করাতে তাকে আর শুনানির জন্য ডাক হয়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন বলেন, ‘শাহজাদের মতো একজন ক্রিকেটারের কাছে থেকে এমন কিছু আমরা প্রত্যাশা করিনি। ক্রিকেট মাঠে এমন ঘটনা নেতিবাচক প্রভাব ফেলে। তাকে সতর্ক করা হয়েছে যেন ভবিষ্যতে এসব না ঘটে।’
বিতর্কের জন্ম দেয়া শাহজাদের জন্য নতুন কিছু নয়। এর আগে তিনি নিষিদ্ধ ঔষধ সেবন করে এক বছর খেলতে পারেননি আর্ন্তজাতিক ক্রিকেট।