করোনাভাইরাসের আরেকটি ভ্যারিয়েন্ট দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বিএ.২ নামের কোভিডের এই ভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত ৫৭টি দেশে শনাক্ত হয়েছে।
বিএ.২ কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট হিসাবে দেখছে। কোনো কোনো দেশে এটি মূল ভ্যারিয়েন্ট অর্থাৎ অমিক্রনকে ছাড়িয়ে প্রধান সংক্রামক হিসাবে জায়গা করে নিতে শুরু করেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে অমিক্রনের চেয়ে এই সাব-ভ্যারিয়েন্ট যে বেশি বিপজ্জনক তার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।