নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খাঁনের মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধারের পর পুলিশ বলছে, এটি আত্মহত্যা। বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফেসবুক লাইভে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি চালান আবু মহসিন।
ধানমন্ডি থানার ডিউটি অফিসার এসআই আবু নাইম জানান, রাত পৌনে ১০টার দিকে ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে মাথায় গুলি করে আত্মহত্যা করেন আবু মহসিন।
আত্মহত্যার কাজে ব্যবহৃত পিস্তলটি আবু মহসিনের নামেই লাইসেন্স করা ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বলেও জানান কর্তব্যরত এই পুলিশ কর্মকর্তা।