যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় না

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না বলে জানিয়েছেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান এবং হাউস কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান গ্রেগরি ডব্লিউ মিকস। মিকস বলেছেন, `আমরা নিশ্চিত করতে চাই যে আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না এবং আমরা এখনো বাংলাদেশ ও দেশটির জনগণের সাথে কাজ করছি।

সোমবার নিউইয়র্কের কুইন্সের একটি রেস্তোরাঁয় একটি তহবিল সংগ্রহের মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে এ কথা বলেন মিকস।এ সময় ওয়াশিংটন ও ঢাকার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। মিকস একজন প্রখ্যাত আইনজীবী, যিনি ১৯৯৮ সাল থেকে ডেমোক্রেটিক পার্টির একজন প্রতিনিধি ছিলেন।

২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিষয়ক হাউসের চেয়ার হিসেবে কাজ করছেন মিকস। তিনি বলেন, `আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না। নিষেধাজ্ঞাগুলো ছিল একটি সংস্থার কিছু ব্যক্তির ওপর। পুরো সংস্থার ওপর নয়। আমরা সেখানে পরিস্থিতির ওপর নজর রাখছি।’

এক প্রশ্নের জাবাবে মিকস বলেন, `আরো কিছু কর্মকর্তা এবং রাজনীতিবিদদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছে বাংলাদেশের ভেতরে ও বাইরে থেকে। তবে আমরা তাদের কথামতো তা করব না। এটা সম্ভব নয়।’

- বিজ্ঞাপন -

মিকস মানবাধিকার পরিস্থিতি দেখতে এ বছর বাংলাদেশ সফর করবেন বলেও জানান। `তার আগে, আমি স্টেট ডিপার্টমেন্ট এবং কংগ্রেস সাবকমিটি অন এশিয়া-প্যাসিফিকের সঙ্গে কথা বলব। প্রয়োজনে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসে শুনানির ব্যবস্থা করব।’ বলেন মিকস।

সূত্র: বাসস।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!