শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) জাহিদুর রহমান নামে নিরাপত্তাকর্মীকে এক বোতল ফেনসিডিলসহ আটক করেছেন শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেছেন শাবি ক্যাম্পাসে উপস্থিত সাংবাদিক আরাফ আহমদ। সোমবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ওই নিরাপত্তাকর্মী একটি ওষুধের মোড়কের ভেতরে ফেনসিডিলের বোতল নিয়ে যাচ্ছিলেন। তখন তাকে হাতে-নাতে ধরে ফেলেন শিক্ষার্থীরা।
ওই নিরাপত্তাকর্মীর দাবি, এক শিক্ষকের জন্য তিনি সেটি নিয়ে যাচ্ছিলেন।
এদিকে তাকে আটকের পর শাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা “ফ-তে ফেনসিডিল, ফ-ফরিদ”-এমন স্লোগান দিতে শুরু করেন। এছাড়া, “এ ক্যাম্পাসে হবে না, ফেনসিডিলের আস্তানা”-এমন স্লোগানও শোনা যায় তাদের মুখে।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ জানান, পুলিশ এ বিষয়ে খোঁজ নিচ্ছে।
তবে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কোনো দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য পাওয়া যায়নি।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে ক্যাম্পাস এখন উত্তাল। ক্যাম্পাসে বহিরাগতদের আগমন ঠেকাতে আন্দোলনের একাদশ দিনে (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের ফটকে “সিকিউরিটি চেক” বসান আন্দোলনকারীরা। সেখানেই মাদকদ্রব্যসহ ধরা পড়েন নিরাপত্তাকর্মী জাহিদুর রহমান।