বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। গত এক দিনে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৮ জন, যাতে শনাক্তের হার চৌদ্দর ওপরে উঠেছে। আর মারা গেছেন ৬ জন।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক দিনে ২৯ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৪ হাজার ৩৭৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৬৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১৬ লাখ ৯ হাজার ৪২ জন, যাতে মোট শনাক্তের হার ১৩.৬৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৩৫১ জন। এনিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৫২ হাজার ৩০৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে করোনা মারা গেছেন ৬ জন। এদের ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে মোট মৃত্যু ২৮ হাজার ১২৯ জনের।