সারাদেশে সরকার ওমিক্রনের সংক্রমণ থেকে রক্ষার জন্য ১৩ জানুয়ারি বিধি নিষেধ করলেও তা উপেক্ষিত আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌর শহর।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় টিকা নিতে আসা ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অধিকাংশই সাধারন জনগন মাক্স বিহীন। খোদ হাসপাতালের দায়িত্বরতদের ও অনেকের মুখে মাক্স নেই।
অপরদিকে আমতলী উপজেলা পৌরসভা সহ কোথাও করোনা ( অমিক্রন) সংক্রমণ রোধে জারি থাকা সরকারি বিধি নিষেধ মানা হচ্ছে না। একেবারেই শিথিল পরিস্থিতি বিরাজ করছে।
আমতলী সরকারি কলেজের কম্পিউটার বিভাগের প্রভাষক মোঃ নজরুল ইসলাম তালুকদার বলেন, মানুষ তো এখন করোনা কে ভয় পায় না। গ্রাম ও শহরের কেউ স্বাস্থ্যবিধি মেনে চলে না। বাহিরে ১০০ জন লোকের মধ্যে ৯০ জনের মুখে মাক্স নাই। বিধিনিষেধ মানাতে প্রশাসন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি। দ্রুত পদক্ষেপ না নিলে উপজেলা বাসি ছড়িয়ে পড়ার আশঙ্কা।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনায়েম সাদ বলেন, হাসপাতালের দায়িত্বরতদের মধ্যে যারা মাক্স পরে নাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুলাহ বিন রশিদ বলেন, মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করেছি। গত দুই দিনে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মাইকিং করা জরিমানা হয়েছে।