বর্তমান সরকারের তিন বছর পূর্তি ও চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে আজ শুক্রবার (৭ জানুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারের গত তিন বছরের কর্মকাণ্ড উঠে আসতে পারে সরকার প্রধানের ভাষণে। একই সঙ্গে আগামী বছরগুলোর পথচলায় দেশের মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও করতে পারেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভাষণের বিষয়টি জানানো হয়।