বরিশালের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন ঝর্ণা হালদার।আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল ৪ টায় বরিশাল নগরীর সাহেবরে গোরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয়।
ঝর্ণা হালদার বিশিষ্ট চিত্রশিল্পী, বীর মুক্তিযোদ্ধা চিত্ত হালদার এর স্ত্রী ও নরওয়ে থেকে প্রকাশিত অনলাইন ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম সাময়িকী এর প্রধান সম্পাদক ভায়োলেট হালদার এর মাতা।
গতকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এর চিকিৎসাধীন অবস্থায় ঝর্ণা হালদার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৩ সন্তান সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।এরআগে গত মঙ্গলবার (৪ জানুয়ারি) শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছিল।
ঝর্ণা হালদার এর মৃত্যুর খবর শুনে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে বাসায় ছুটে যান বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি আনিছুর রহমান খান স্বপন, সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার, চারুকলা বরিশালের সভাপতি আলতাফ হোসেন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, আভাস নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, অধ্যাপক টুনু রানী কর্মকার, ৭১ এর চেতনা কেন্দ্রীয় কমিটির সভাপতি বাহাউদ্দিন গোলাপ, নাট্যজন সৈয়দ দুলাল, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, সংস্কৃতিজন মুকুল দাস, শিক্ষক নেতা মহসিন উল ইসলাম হাবুল, সাংস্কৃতিজন শুভঙ্কর চক্রবর্তী, গরফোরাম বরিশাল জেলার সভাপতি এ্যাড. হিরন কুমার দাশ মিঠু, চারুকলা বরিশালের সাবেক সম্পাদক এ্যাড. সুভাষ দাশ নিতাই,বরিশাল সম্মিলিত সামাজিক আন্দোলনের সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলুসহ বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শোক প্রকাশ করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি চারুকলা বরিশাল, ৭১ এর চেতনা কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।