নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ট্রলারটি ডুবে যায়।
ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্মগঞ্জ এলাকায় পৌঁছার পর ঢাকা-বরিশাল রুটে চলাচল করা একটি লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর অনেকে সাঁতার কেটে প্রাণ রক্ষা করতে পারলেও এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
জানা যায়, ৩০ জনের বেশি যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল একটি ট্রলার। ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ট্রলারটি নদীতে তলিয়ে যায়।