ঢাকার গুলিস্তানে দুর্ঘটনার পর পুলিশ একটি বাস সরিয়ে নেওয়ার পথে ফের দুর্ঘটনা ঘটে। ২য় দুর্ঘটনায় ওই বাসের চাপায় দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
রোড ডিভাইডারে বাস উঠে গেলে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, শ্রাবণ পরিবহনের একটি বাস হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় এক পুলিশ কনস্টেবলকে ধাক্কা দেয়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। এরপর ওই বাসের চালক ও সহকারীরা পালিয়ে যায়। পরে বাসটি জব্দ করে নিজে চালিয়ে আনার সময় পুলিশের এক এএসআই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রোড ডিভাইডারে তুলে দেন। এ ঘটনায় বেশ কয়েকজন পথচারী আহত হন। গুরুতর আহত হন দুজন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রথমে সুকুর মাহমুদ ও পরে চিকিৎসাধীন অবস্থায় তুষার নামে আরও এক যুবক নিহত হন।
দুর্ঘটনায় নিহত সুকুর মাহমুদ আমেরিকা প্রবাসী। তার বাড়ী নারায়ণগঞ্জ জেলার ভূইঘর এলাকায়।