আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের চার জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। একদিনের ক্রিকেটে বর্ষসেরা হওয়ার দৌড়ে সাকিব ছাড়াও আছেন- বাবর আজম, জান্নেমান মালান ও পল স্টার্লিং।

গত দুই দিন ধরে আইসিসি অ্যাওয়ার্ডসে বিভিন্ন ক্যাটাগরিতে মনোনয়নপ্রাপ্তদের নাম ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছিল। টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশি কোনও ক্রিকেটারের নাম না থাকলেও বৃহস্পতিবার সাকিবকে পাওয়া গেলো ওয়ানডে ক্যাটাগরিতে। এই বছর ৯টি ওয়ানডে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যেখানে দুই হাফসেঞ্চুরিতে ৩৯.৫৭ গড়ে তার সংগ্রহ ২৭৭ রান। এছাড়া ১৭.৫২ গড়ে উইকেট নিয়েছেন ১৭টি।

নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছর মাঠে ফেরেন সাকিব। গত জানুয়ারিতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিততে ভূমিকা রাখেন। ৩ ম্যাচে ১ হাফসেঞ্চুরিতে সাকিবের রান ছিল ১১৩। এছাড়া বল হাতেও নেন ৬টি উইকেট। তবে মে মাসে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটি ভালো কাটেনি তার। তিন ম্যাচে মাত্র ১৯ রান করেছেন, নিয়েছেন ৩টি উইকেট। তবে জিম্বাবুয়েতে গিয়েই ফের ঘুরে দাঁড়ান। তিন ম্যাচের সিরিজে ১৪৫ রান করার পাশাপাশি নেন ৮ উইকেট।

বর্ষসেরার দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী বাবর ছয় ম্যাচে ৬৭.৫০ গড়ে দুটি সেঞ্চুরিতে করেছেন ৪০৫ রান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার জান্নেমান মালান ৮ ম্যাচে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ৮৪.৮৩ গড়ে করেছেন ৫০৯। আয়ারল্যান্ডের ওপেনার পল স্টার্লিং ১৪ ম্যাচে তিন সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৭৯.৬৬ গড়ে রান করেছেন ৭০৫। ওয়ানডেতে এ বছর তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!