সীমিত পরিসরে বাংলাদেশে মঙ্গলবার থেকে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে রাজধানী ঢাকাতে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারাদেশে এর পরিধি বাড়ানো হবে।
গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। প্রথমে বুস্টার ডোজ নেন বাংলাদেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা। এবার নাগরিকদের জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হলো বুস্টার ডোজের কার্যক্রম।
ষাটোর্ধ্ব, প্রবাসীকর্মী ও সম্মুখ সারির যোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন। যাদের দ্বিতীয় ডোজ নেওয়ার কমপক্ষে ছয় মাস অতিক্রান্ত হয়েছে তারা বুস্টার ডোজের জন্য এসএমএস পাবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হচ্ছে তাদের। যাদের টিকা দেওয়া হবে তারা এসএমএস পাবেন।