বাংলাদেশে করোনা শনাক্তের হার এক শনাক্তের নিচে নেমে গত কয়েক দিন ধরে অব্যাহতভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.০২ শতাংশ।
বাংলাদেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৩৪২ জনের শরীরে। করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৫৫ জনের। আর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮২ হাজার ৭১০।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ১৬ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার ৯৫৬ জন।
গত ১৮ ডিসেম্বর দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার এক শতাংশের নিচে নেমে আসে। সেদিন শনাক্তের হার ছিল ০.৮৭ শতাংশ। এরপর থেকে শনাক্তের হারও শুধু বেড়েই চলেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে করোনায় রাজশাহী বিভাগের একজন মারা গেছেন। তিনি নারী।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এরপর থেকে দুই দিন বাদে প্রতিদিনই মহামারিতে মৃত্যু ও শনাক্ত দেখেছে বাংলাদেশ।