দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সুপার টাইফুন রাই’য়ের আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়। শক্তিশালী ওই টাইফুনের আঘাতে এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে আঘাত হানে টাইফুন রাই। যেটি গত এক দশকে ডিসেম্বর মাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে।
টাইফুনের তাণ্ডবে দেশটির জনপ্রিয় পর্যটন এলাকা বোহোলে ৪৯ জনের মৃত্য হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর আর্থার ইয়াপ। অন্যান্য স্থানে মারা গেছেন ২৬ জন।
এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে। তাদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস-পুলিশসহ সরকারি বিভিন্ন বাহিনীর লোকজন।
টাইফুনে অঞ্চলটিতে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। প্লাবিত হয়েছে বহু গ্রাম। বাড়িঘর ও সৈকতের রিসোর্টগুলো থেকে তিন লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। দুর্যোগকবলিত এলাকাগুলোর সঙ্গে এখনো যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্যাকবলিত রাজ্যে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।