চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে ১০ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা।
বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির দুটি আসনের নিচ থেকে শনিবার সকালে স্বর্ণগুলো জব্দ করা হয়। এসব স্বর্ণের মূল্য প্রায় ৭ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দারা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ১০ কেজি ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য সাত কোটি টাকা হবে।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি গোয়েন্দারা।