বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯১ জন। তাদের মধ্যে ১৬১ জনই ঢাকা বিভাগের। আর এ সময়ে মারা যাওয়া দুই জনের মধ্যে একজন ঢাকা মহানগরীর, অপরজন দিনাজপুরের বাসিন্দা।
শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মারা যাওয়া দুই জনের মধ্যে একজন ঢাকা নগরীর বাসিন্দা, অপরজনের বাড়ি রংপুর বিভাগের দিনাজপুর জেলায়।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় যে ১৯১ জন শনাক্ত হয়েছেন, তাদের
১৬১ জনই ঢাকা বিভাগের। তাদের মধ্যে আবার ঢাকা মহানগরসহ ঢাকা জেলার রয়েছেন ১৫২ জন, ফরিদপুর ও গাজীপুর জেলার তিন জন করে, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার একজন করে, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনায় একজন। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ১১ জন, কক্সবাজার ও কুমিল্লা জেলায় দুই জন করে, চাঁদপুরের তিন জন, আর খাগড়াছড়িতে একজন। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলায় একজন, রংপুর বিভাগের দিনাজপুরের চার জন, রংপুরের দুই জন, আর লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় একজন করে। সিলেট বিভাগের সিলেট জেলায় শনাক্ত হয়েছেন একজন।