রাজধানীর বাংলামোটরের একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর আটটি ইউনিটের চেষ্টায় দুপুর পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনজন আহত হলেও কারও নিহতের খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার দুপুর সোয়া ১২টার দিকে টাওয়ারটির ছয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। দেড় ঘণ্টার মতো চেষ্টার পর পৌনে দুইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
আগুন লাগার কারণ ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ছয় তলা ভবনটির নিচ তলা ও তৃতীয় তলায় সিরামিকের দোকান রয়েছে বলে জানা গেছে। এছাড়া পাঁচ তলায় ইন্টেরিয়র ডিজাইনের কিছু প্রতিষ্ঠান এবং ষষ্ঠ তলায় শিশুদের কিছু খেলনার গুদাম আছে বলে জানা গেছে।