রোহিঙ্গা শিবিরে বিয়ের অনুষ্ঠানে বর-কনে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের অনুষ্ঠানে বর-কনে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শনিবার (৪ ডিসেম্বর) দিনগত রাতে এ সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে মোহাম্মদ বেলাল (৪০) নামে বরের চাচা নিহত হয়েছেন। তিনি ক্যাম্প-৯, ব্লক-সি/১৯ এর আবু বক্করের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে কনের চাচাতো ভাইসহ দুজনকে আটক করেছে এপিবিএন। আটকরা হলেন- একই ক্যাম্পের মো. আরিফের ছেলে মো. আনোয়ার সাদেক ও তার সহযোগী আবদুর রহমানের ছেলে হারেসুর রহমান।

আহতরা হলেন- বরের বাবা মো. ইউনুস (৪৫), চাচা মো. আইয়ুব (৩৫), প্রতিবেশী শিশু মো. উমর (৯), বরের মামা মো. আইয়ুব (২৭) ও সিরাজুল ইসলাম (৩৫), কনের বাবা আব্দুর রহমান (৫২), মামা হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

- বিজ্ঞাপন -

৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানান, শনিবার আনুমানিক রাত ৮টার দিকে বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্প-৯ এর ব্লক সি/১৯ এ অবস্থিত শেডের সামনে ইউনুসের ছেলে ইদ্রিসের (২৪) সঙ্গে কনে খালেদা বিবির (১৬) পরিবারের সদস্যদের সংঘর্ষ ঘটে।

জানা গেছে, গত চার বছর ধরে বর ইদ্রিসের সঙ্গে কনে খালেদার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার চার দিন আগে খালেদা ইদ্রিসের বাসায় চলে এলে বরের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। তবে এ বিয়ে মেনে নেয়নি কনে পক্ষ। শনিবার বরের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করলে কনে পক্ষ ক্ষিপ্ত হয়ে বর পক্ষের ওপর অতর্কিত হামলা চালায়।

সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত বরের চাচা বেলালকে উদ্ধার করে তার্কিশ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য উখিয়া থানার মাধ্যমে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আটক দুজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!