চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বাসের চাপায় তিন যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের সোহাগ (৩৫), সুজন (৩০) ও মনির হোসেন (৩০)।
স্থানীয়রা জানায়, দুপুরে ছয় বন্ধু মিলে চাঁদপুরের একটি বিনোদন পার্কে মোটরসাইকেলে ঘুরতে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাসের চাপায় তিন জনের মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, ঘটনাস্থলেই দুই জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। তিন জনের মধ্যে দুই জন রাজমিস্ত্রি এবং একজন ইলেক্ট্রিক পণ্যের দোকানে কাজ করতেন। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।